Volume Abstracts

বাংলাদেশের রিকশাচিত্র: বাস্তবতার উপস্থাপন, শিল্পধারার বিবর্তন ও সংরক্ষণ প্রেক্ষাপট

আসমা ফেরদৌসি
Published Date : 21-Sep-2024
প্রবন্ধাবলি
প্রবন্ধাবলি, খণ্ড-12, জুলাই 2020
DOI: https://doi.org/10.59146/PBDHVI2A4
ISSN

Abstract

সারসংক্ষেপ

রিকশাচিত্র বাংলাদেশের অন্যতম শৌখিন শিল্পকলা। বাংলাদেশের সংস্কৃতির একটি প্রতীকও বটে। তবে সময়ের সাথে সাথে রিকশাচিত্রের বিষয় পরিবর্তিত হয়েছে। বিভিন্ন কারণে নানা ধরণের বিষয় ও ঘটনা রিকশাচিত্রে স্থান পেয়েছে। এ গবেষনায় বাংলাদেশের রিকশাচিত্রের বিষয়বস্তু, এই চিত্রের বিবর্তন তুলে ধরার পাশাপাশি রিকশাচিত্রের অতীত ও বর্তমান অবস্থা, কোন কোন বিষয়গুলো রিকশা চিত্রকর্মকে বেশি প্রভাবিত করে এবং এর কী কী বৈচিত্রতা রয়েছে তা খতিয়ে দেখার চেষ্টা করা হয়েছে। এ সকল বিষয় জানার উদ্দেশ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে বসবাসকারী ১৪ জন রিকশাচিত্রকররের সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংরক্ষিত রিকশাচিত্রসমুহ পর্যালোচনা ও বিষয়ভিত্তিক বিশ্লেষণ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন বই, জার্নাল, পত্রিকা, সংবাদপত্র এবং অন্যান্য প্রকাশিত তথ্যাদির সহায়তা গ্রহণ করা হয়েছে। গবেষণায় দেখা যায় যে বিভিন্ন সময়ে আলোচিত বিষয়গুলো ছাড়াও রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটকে ঘিরে রিকশাচিত্র বেশি তৈরি হচ্ছে। গবেষণালদ্ধ ফলাফলে আরো দেখা যায় যে, বিভিন্ন ধরনের সমসাময়িক ঘটনা, নীতিকথা, উপদেশ, দৃশ্য ও জনপ্রিয় কিছু বিষয় রিকশাচিত্রে বারে বারে উঠে এসেছে। এ প্রবন্ধে রিকশাচিত্রকরণের বিভিন্ন সমস্যাবলী চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে রিকশাচিত্রের শিল্পায়ন ও বাণিজ্যিকীকরণ। যার ফলে এ শিল্প হুমকির সম্মুখীন। গবেষণায় দেখা যায় যে অনেক রিকশায় তাই ঐতিহ্যবাহী রিকশাচিত্র বাদ দিয়ে ডিজিটাল ব্যানার ব্যবহার করছে। রিকশাচিত্র অতি শীঘ্রই আমাদের নিজস্ব ঐতিহ্য থেকে বিশ^ অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। তাই এ শিল্পের সুরক্ষা ও সংরক্ষণে আরো গবেষণা হওয়া প্রয়োজন। গবেষণাটি বাংলাদেশের লোক শিল্পকলার বিষয়বস্তু, বিবর্তন ও সমস্যাবলী সম্পর্কে জানার ক্ষেত্রে বিশেষ অবদান রাখবে।

Keywords মূল শব্দ: রিকশা, চিত্র, চিত্রকলা, লোকচিত্র, শিল্প, বিবর্তন, বাংলাদেশ, সংরক্ষণ।

Download PDF
×